453
Created on January 19, 2024 ইসলামিক কুইজ
লেভেল - ৭
আসসালমুআলাইকুম, লেভেল - ৭ এ আমরা ৫০ টি ইসলামী প্রশ্ন ও তার উত্তর স্থাপন করেছি। প্রথমে লেভেল - ৬ শেষ করে তারপর লেভেল - ৭ এ অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হল।
1 / 50
1. রাসূল সা. এর নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখ মুছার হুকুম কী ?
2 / 50
2. কবরে চাদর দেয়া, কবর পাকা করা ও কবরের উপর গম্বুজ নির্মাণ করা কোন ধরনের আমল ?
3 / 50
3. লোক দেখানোর জন্য ইবাদাত করা কী ?
4 / 50
4. লোক নির্বাচন করে কবরের পাশে বা লাশের পাশে কুরআন পড়ার হুকুম কি ?
5 / 50
5. প্রাচীন কালে আরবরা কোন দ্বীন (ধর্ম) এর ধারক-বাহক ছিল??
6 / 50
6. “এ ব্যক্তির উপর শনি গ্রহের প্রভাব পড়েছে”এ বাক্যটি কীসের শামিল ?
7 / 50
7. কারা বিশ্বাস করত যে, ফেরেস্তারা আল্লাহর কন্যা সন্তান এবং জিনেরা আল্লাহর অংশীদার।
8 / 50
8. কোন স্থানে তিন শত ষাটটি মূর্তি ছিল?
9 / 50
9. ইসলামের আবির্ভাব থেকে আজ পর্যন্ত আরব উপদ্বীপের সাধারণ ভাষা কোনটি?
10 / 50
10. ইসমাঈল আলাইহিস সালাম কোথায় ইন্তেকাল করেছেন?
11 / 50
11. ইবরাহীম আলাইহিস সালাম মক্কায় গমনকালে তাঁর সাথে কে ছিলেন?
12 / 50
12. কোন ধর্ম সীমিত ও বংশীয় ধর্ম হিসেবে প্রচলিত ছিলো?
13 / 50
13. রাসূল (সঃ) কোন নবীর বংশধর ?
14 / 50
14. আবরাহার বাহিনীতে মোট কতটি হাতি ছিলো ?
আবরাহার বাহিনীতে ৬০ হাজার সৈন্য এবং ৯ টি বা ১৩ টি হাতি ছিল।
15 / 50
15. জাহান্নামের সংখ্যা কতো?
16 / 50
16. রাসূল (সাঃ) কোন গোত্রে জন্মগ্রহণ করেন ?
17 / 50
17. জন্মের কততম দিনে রাসূল (সাঃ) কে খতনা করানো হয়?
18 / 50
18. জন্মের পর কতদিন রাসুল (সাঃ) তার মায়ের দুধ পান করেন?
19 / 50
19. নিচের কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ ভাই ?
হামযা রাদিয়াল্লাহু তা'আলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা এবং দুই দিক থেকে রাসুল সাঃ এর দুধ ভাই।
20 / 50
20. রাসূলুল্লাহ (ﷺ) মা হালীমাহর ঘরে বড় হন। তিনি মা হালীমাহর ঘরে কত বছর বয়স পর্যন্ত ছিলেন?
রাসূলুল্লাহ (ﷺ) ছয় বছর বয়স পর্যন্ত মা হালীমাহর ঘরে বড় হন। তিনি ছয় বছর বয়সে মক্কায় ফিরে আসেন।
21 / 50
21. আব্দুল মুত্তালিবের মৃত্যুর সময় রাসূল (সাঃ) এর বয়স কত ছিল?
৬ বছর বয়সে তার মা আমিনা ইন্তেকাল করেন এবং ৮ বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন।
22 / 50
22. মদীনায় ইয়াহূদীদের কয়টি গোত্র বসবাস করত?
মদীনায় ইয়াহূদীদের তিনটি গোত্র বসবাস করত (যাদের বয়স্ক পুরুষদের সংখ্যা দু'হাজারের কিছুটা ওপরে) : কায়কা, নাদীর ও কুরায়যা ।
23 / 50
23. কোন সাহাবীকে জান্নাতের আটটি দরজা থেকেই আহবান করা হবে?
24 / 50
24. বিদায় হজ্বে রাসূল (স.) এর সাথে কোন স্ত্রী ছিলেন?
25 / 50
25. কোন সাহাবীকে বলা হত সাইফুল্লাহ বা আল্লাহর তরবারী?
26 / 50
26. রাসূল (ছাঃ)-এর কয়টি স্ত্রী জীবদ্দশায় মৃত্যুবরণ করেন?
27 / 50
27. রাসূল (সাঃ) কত বছর গোপনে দাওয়াতি কর্যক্রম পরিচালনা করেন ?
28 / 50
28. রাসূলুল্লাহ সা. জিবরীল আ.কে কতবার তার স্বরূপে দেখেছিলেন?
29 / 50
29. রাসূল (সাঃ) এর মাদানী জীবন কত বছরের ?
30 / 50
30. দাওয়াতের প্রথম দিন কতজন ইসলাম কবুল করেছিলেন?
নবুয়তের প্রথম দিন রাসুল পাক সাঃ দাওয়াতী কার্যক্রম শুরু করেন এবং তখন চারজন ইসলাম কবুল করেছিলেন তারা হলো খাদিজা রাঃ, যায়েদ বিন হারেসা রাঃ, আলী ইবনে আবি তালেব রাঃ ,আবু বকর সিদ্দীক রাঃ।
31 / 50
31. রাসূল (সাঃ) কোন পাহাড়ে দাঁড়িয়ে মক্কাবাসীকে প্রকাশ্যে ইসলামের দিকে আহ্বান জানান ?
32 / 50
32. কে বেলাল (রাঃ) কে খরিদ করে মুক্ত করে দেন?
33 / 50
33. ইসলামের প্রথম শহীদ রমণী কে?
আম্মারের মাতা সুমাইয়্যার লজ্জাস্থানে আবু জাহল বর্শা দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন। তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ রমণী।
34 / 50
34. মক্কার কাফেররা কোন শ্রেণীর মুসলমানদের উপর নির্যাতনের মাধ্যমে মুসলমানদের উপর অত্যাচারের সূচনা করেন ?
35 / 50
35. কোন সাহাবী ইসলামের প্রথম মুআয্যিন ছিলেন?
36 / 50
36. কিয়ামতের পূর্বে ঈসা আ. কী হিসেবে দুনিয়াতে আসবেন?
37 / 50
37. ওমর (রাঃ) তার বোনের কাছে গিয়ে কোন সূরাটি পড়েছিলেন ?
38 / 50
38. কোন ব্যক্তি গোটা দুনিয়ার পূর্ব ও পশ্চিম সীমান্ত সফর করেছিলেন ?
বাদশা যুল কারনাইন পৃথিবীর পূর্ব ও পশ্চিম সীমান্ত সফর করেছিলেন।
39 / 50
39. নবীগণের মধ্যে কার কণ্ঠস্বর সবচেয়ে সুমধুর ছিলো?
40 / 50
40. রাসূল (সাঃ) এবং খাদিজা (রাঃ) একসাথে কতটি বছর অতিবাহিত করেছিলেন ?
41 / 50
41. “সুতরাং আপনি এবং আপনার প্রতিপালক যান এবং দুজনে যুদ্ধ করুন। নিশ্চয় আমরা এখানেই বসে থাকব” কোন নবীকে তার কওম এ কথাটি বলেছিল?
42 / 50
42. কোন সম্প্রদায় সবচেয়ে বেশী তাদের নবীদেরকে হত্যা করেছিল?
43 / 50
43. রাসূল (সাঃ) তায়েফে কতদিন অবস্থান করেছিলেন ?
44 / 50
44. তায়েফ সফরে রাসুল (সাঃ) এর সঙ্গী কে ছিলেন?
45 / 50
45. তায়েফবাসী যখন মুহাম্মাদ সাঃ কে তাড়িয়ে দিলেন তখন তিনি কোথায় আশ্রয় নিয়েছিলেন ?
46 / 50
46. কোন জাতিকে সমকামিতার অপরাধে ধ্বংস করা হয়েছে?
47 / 50
47. কত বছর বয়সে আয়েশা (রাঃ) স্বামীগৃহে পদার্পণ করেন?
48 / 50
48. আবু ত্বালিব কি ইসলাম গ্রহণ করেছিলেন?
49 / 50
49. আল্লাহ তা'আলা কোন নবীকে হজ্জের জন্যে আহ্বান করার আদেশ দিয়েছেন ?
50 / 50
50. রাসূলুল্লাহ (সা.) ও উম্মে হাবিবা (রা.) এর বিয়ের খুৎবা কে প্রদান করেন ?
Your score is
The average score is 66%
পুনরায় আরম্ভ করুন
345
Created on January 19, 2024 ইসলামিক কুইজ
লেভেল - ৮
আসসালমুআলাইকুম, লেভেল - ৮ এ আমরা ৫০ টি ইসলামী প্রশ্ন ও তার উত্তর স্থাপন করেছি। প্রথমে লেভেল - ৭ শেষ করে তারপর লেভেল - ৮ এ অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হল।
1 / 50
1. রাসূল (সাঃ) কে হত্যার প্রস্তাব পেশ করেন কে?
আবু জেহেল হত্যার প্রস্তাব পেশ করেন এবং ইবলীস তার প্রস্তাবে সমর্থন জানান।
2 / 50
2. আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয় কাকে?
3 / 50
3. মক্কা থেকে মদিনার দূরত্ব কত কিলোমিটার?
4 / 50
4. হিজরত সময়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম এর সাথে গুহায় কে ছিলেন?
5 / 50
5. রাসূলুল্লাহ (সা)-এর মুওয়াযযিন এই উপাধিত ভূষিত কে পায়?
6 / 50
6. রাসুলুল্লাহ সাঃ যখন মদীনায় তাশরীফ নেন তখন মদীনার সর্দার কে ছিলেন?
7 / 50
7. আযানের হুকুম কোথায় আসে?
8 / 50
8. রাসূলুল্লাহ (সা) আবূ আয়ূব আনসারী (রা)-র ঘরে সাত মাস অবস্থান করেন। তারপর কোথায় থাকতেন?
9 / 50
9. ইউসুফ আ. কে বিশেষভাবে কোন জ্ঞান দেয়া হয়েছিলো?
10 / 50
10. উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা কাকে বলা হয়?
11 / 50
11. রাসুলুল্লাহ সাঃ হিজরতের পূর্বে ইসলামের তালিম ও কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার জন্য মদীনায় কাকে পাঠিয়ে ছিলেন?
12 / 50
12. হিজরতের সময় রাসুলুল্লাহ সাঃ ও আবু বকর রা. গুহায় কত রাত অবস্থান করেছিলেন?
13 / 50
13. কোন নবীর সন্তান, ভাই ও পিতা নবী ছিলেন ?
14 / 50
14. নবীগণ তাদের নবুওয়াতের সপক্ষে যে সকল অলৌকিক কর্ম বা নিদর্শন প্রদর্শন করেন সেগুলিকে কী বলে ?
15 / 50
15. কোন সাহাবী রাসূল স. এর দুই মেয়েকে বিবাহ করেন ?
16 / 50
16. ইসলামের তৃতীয় খলীফা কে ছিলেন এবং তিনি সম্পর্কে রাসূল সা.-এর কী হতেন ?
17 / 50
17. কোন সাহাবীর শাহাদাতের খবরকে কেন্দ্র করে বাইয়াত-ই-রিদওয়ান সংগঠিত হয়েছিল?
18 / 50
18. কোন সাহাবীর পরামর্শে মদীনায় খন্দক খনন করা হয়েছিল?
19 / 50
19. উম্মতে মুহাম্মাদীর মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কে ?
20 / 50
20. বিশেষজ্ঞ সাহাবাগণের ঐক্যমতকে কী বলে ?
21 / 50
21. আবু বকর রা. কে কোন ঘটনার প্রেক্ষিতে “সিদ্দীক” উপাধী দেয়া হয় ?
22 / 50
22. আলী রা.-এর ছেলে হাসান রা. কবে জন্মগ্রহণ করেন ?
23 / 50
23. পাপীদের মধ্যে ভালো কে ?
24 / 50
24. হযরত আলী (রা.) এর উপাধী কী ?
25 / 50
25. “কুরআনই ছিলো রাসূলুল্লাহ সা.-এর জীবনচরিত”-এই কথাটি কে বলেছেন?
26 / 50
26. কুরআন মাজীদে একজন নবীর দাঁড়ির কথা উল্লেখ করা হয়েছে। তিনি কোন নবী ?
27 / 50
27. কোন চুক্তির কারণে সাহাবীরা অখুশি হয়েছিলেন?
28 / 50
28. কোন সাহাবী দাজ্জালকে দেখেছেন যে, সে একটি দ্বীপে বন্দী অবস্থায় রয়েছে?
29 / 50
29. রোযদারদের সাথে কেউ ঝগড়া করলে রোযাদার কী বলবে?
30 / 50
30. সর্বপ্রথম কে কুরআনকে মুসহাফ নামে নামকরণ করেন?
31 / 50
31. একমাত্র কোন সাহাবীর নাম কুরআনে এসেছে ?
32 / 50
32. রাসূল সা. এর মিরাজের সময় সর্বশেষ কত ওয়াক্ত সালাত ফরজ করা হয়?
33 / 50
33. জাহান্নামে কাদের সামনে সুস্বাদু ও তরতাজা গোশত থাকা সত্ত্বেও পচা ও গন্ধযুক্ত গোশত খেয়ে যাচ্ছিলেন ?
34 / 50
34. জাহান্নামের দারোয়ান কোন ফেরেশতা?
35 / 50
35. কোন মসজিদে দৈনিক ৭০ হাজার ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে ?
36 / 50
36. পাগড়িসহ নামাজ আদায় করার ফযিলত কী ?
37 / 50
37. হযরতে মূসা (আঃ) এর সাথে কত তম আসমানে দেখা হয় ?
38 / 50
38. কোন ওয়াক্ত সলাত ছুটে যাওয়াকে ধনসম্পদ ও পরিবার-পরিজন ধ্বংস হয়ে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে ?
40 / 50
40. রাসূলুল্লাহ সা. নিম্নের কোন সলাতে হাত তুলে মুনাজাত করেছেন?
41 / 50
41. নামাজের জন্য আজান দানের মহান খেদমত সর্বপ্রথম কোন সাহাবীকে সোপর্দ করা হয়?
42 / 50
42. ঘুমের কারণে কোন ওয়াক্ত সলাত ছুটে গেলে করণীয় কী?
43 / 50
43. ফজরের সালাত পড়ে মুসল্লায় বসে থেকে সূর্যোদয়ের পরপরই যে নফল সলাত পড়া সুন্নাহ, সেটির নাম কী?
44 / 50
44. মসজিদে প্রবেশ করে ইমামকে সাজদারত পেলে কী করণীয়?
45 / 50
45. কোন নবী মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন?
46 / 50
46. জামা'আত চলারত অবস্থায় মসজিদে ঢুকে কী করা সুন্নাহ?
47 / 50
47. সন্তানের কত বছর বয়স হলে সলাতের আদেশ দিতে হবে?
48 / 50
48. রাসূল (স.) মদীনায় হিজরতের পর কত মাস মসজিদুল আকসার দিকে ফিরে সালাত আদায় করেছিলেন?
49 / 50
49. ঈদের সালাতের পূর্বে কুরবানীর পশু জবেহ করে ফেললে কী করবে?
50 / 50
50. সলাতে ইমামতি করার সবচেয়ে বেশি হকদার কে?
Your score is
The average score is 67%
পুনরায় আরম্ভ করুন
275
Created on January 19, 2024 ইসলামিক কুইজ
লেভেল - ৯
আসসালমুআলাইকুম, লেভেল - ৯ এ আমরা ৫০ টি ইসলামী প্রশ্ন ও তার উত্তর স্থাপন করেছি। প্রথমে লেভেল - ৮ শেষ করে তারপর লেভেল - ৯ এ অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হল।
1 / 50
1. রাসূল (সাঃ) কে হত্যার জন্য কুরাইশরা কতজন নেতা নির্বাচন করেন?
2 / 50
2. নবুয়তের কততম বছরে রাসূল (সাঃ) হিজরত করেন?
3 / 50
3. রাসূল (সাঃ) ও আবু বকর (রাঃ) কে ধরে এনে দিতে পারলে কতটি উট পুরস্কার দেয়া হবে ?
4 / 50
4. হিজরতের সময় কোন ব্যক্তি রাসূল (সাঃ) এর নাগাল পেয়েছিলেন?
5 / 50
5. রাসূল (সাঃ) এর হিজরতের পর মদিনার মানুষ কত শ্রেণীতে বিভক্ত হয় ?
রাসূল সাঃ মক্কা থেকে মদিনায় আগমন করলে মদিনার মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। *সাহাবায়ে কেরাম *মদীনার মুশরিক *ইয়াহুদি
6 / 50
6. রাসূলুল্লাহ (সা.) কত দীনার মূল্যে মসজিদে নববীর জায়গা ক্রয় করেছিলেন?
7 / 50
7. মসজিদে নববী নির্মাণের জন্য রাসূল (সাঃ) উষ্ট্রীর বসার যে জায়গাটুকু নির্ধারণ করেছিলেন সে জায়গার মালিক কে?
8 / 50
8. সজিদে নববীতে মোট কয়টি দরজা রাখা হয় ?
পুরো মসজিদে মোট তিনটি দরজা রাখা হয়। কেবলার দেয়াল থেকে পেছনে দেয়াল পর্যন্ত মোট দৈর্ঘ্য ছিল ১০০ হাত। চওড়াও একই পরিমাণ কিংবা খানিকটা কম। মূল ভিত্তির গভীরতা ছিল তিন হাত।
9 / 50
9. মারইয়াম (আ.) কোন গাছ ধরে নাড়া দিয়েছিলেন?
10 / 50
10. কোন যুবক আরশের ছায়ায় স্থান পাবে?
11 / 50
11. আকীক পাথর মানুষের কী উপকার করতে পারে?
12 / 50
12. কতক্ষণ পর্যন্ত মানুষের তওবা কবুল হয়?
13 / 50
13. “এরপর, যদি আমি আপনাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না।” এই কথা কে কাকে বলেছিলেন?
14 / 50
14. বছরে কত দিন রোজা রাখা হারাম?
15 / 50
15. কোন প্রাণী কথা বলেছে বলে কুরআনে উল্লেখ রয়েছে ?
16 / 50
16. সলাত আদায় করে নিজ স্থানে বসে থাকার ফযীলত কী?
17 / 50
17. কোন সাওমের মাধ্যমে পূর্বের ১ বছর ও পরের ১ বছরের গুনাহ মাফ করে দেয়া হয়?
18 / 50
18. কুরআনে আল্লাহর শুকরিয়ার সাথে সাথে আর কার শুকরিয়া আদায় করার আদেশ দেয়া হয়েছে?
19 / 50
19. যে ব্যক্তি দুনিয়াতে মূর্তি বানাবে কিয়ামতের দিন তাকে কী বলা হবে?
20 / 50
20. ঈমান কমা-বাড়া সম্পর্কে সঠিক আকীদা কী?
21 / 50
21. ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা কী খাওয়ার নামান্তর?
22 / 50
22. ‘আর সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, “নিশ্চয় আমি তোমাদের শুভাকাঙ্ক্ষীদের একজন' কে কাদেরকে শপথ করে এই কথা বলেছিলো?
23 / 50
23. রাসূলুল্লাহ (সা.) তার উম্মতের ব্যপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কিসের?
24 / 50
24. সত্য প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছ মনে করাকে হাদীসে কী বলা হয়েছে ?
25 / 50
25. রমাদানে কত দিন ইতেকাফ করা সুন্নত?
26 / 50
26. হাদীসের নির্দেশনা অনুযায়ী সন্তানকে কখন বিছানা আলাদা করে দিতে হবে?
27 / 50
27. কোনো বিষয় রাসূলকে চিন্তিত করলে তিনি কী করতেন ?
28 / 50
28. আল্লাহ তা'আলা কোন ব্যক্তির সাথে সম্পর্কে ছিন্ন করবেন?
29 / 50
29. ইসলামে কাব্য চর্চা করার বিধান কি?
30 / 50
30. কাবা ঘরের নামে শপথ করার বিধান কি?
31 / 50
31. গো-বৎস পূজার কারণে আল্লাহ তা'আলা কোন ব্যক্তিকে শাস্তি দিয়েছিলেন?
32 / 50
32. অহংকার প্রদর্শন ও বিতর্কের জন্য ইলম অর্জনকারীর পরিণাম কী ?
33 / 50
33. আদম সন্তানের কোন অঙ্গটির দ্বারা বেশী পাপ সম্পাদিত হয়?
34 / 50
34. কারা আল্লাহ রব্বুল আলামীনকে কৃপণ মনে করে?
35 / 50
35. মূসা (আ) এর সঙ্গীরা আল্লাহকে স্বচক্ষে দেখার দাবী করলে আল্লাহ তা'য়ালা তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন?
36 / 50
36. যে ব্যক্তি কন্যাদের ব্যাপারে সমস্যার সম্মুখীন হয় এবং তাদের সাথে উত্তম আচরণ করে, তার প্রতিদান কি হবে ?
37 / 50
37. নিচের কোন পাপটি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল ?
38 / 50
38. কিয়ামতের দিন কাদের বন্ধুত্ব অটুট থাকবে?
39 / 50
39. আল্লাহর প্রতিবেশী কারা?
40 / 50
40. ইবলীশের সিংহাসন কোথায় অবস্থিত?
41 / 50
41. আবু বকর (রা) এর পিতা কখন ইসলাম গ্রহণের ঘোষণা দেন?
42 / 50
42. সবচেয়ে অক্ষম ব্যক্তি কে?
43 / 50
43. ইবলিশ তার সঙ্গীদের কোন কাজে বেশী সন্তুষ্ট হয়?
44 / 50
44. আল্লাহর নিকট সর্বোত্তম দিন কোনটি?
45 / 50
45. দুনিয়ার সর্বোত্তম নিয়ামত কি?
46 / 50
46. “যে ব্যক্তি অন্যায়ভাবে কোন ব্যক্তিকে হত্যা করল সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল, আর যে ব্যাক্তি কোন জীবন রক্ষা করল সে যেন সমস্ত মানব জাতির জীবন রক্ষা করল।” এটি কার বাণী?
47 / 50
47. যারা বলে “মারিয়াম পুত্র মসীহ (ঈসা) আল্লাহর পুত্র, ”- পবিত্র কোরআনে তাদেরকে কি উপাধি দেওয়া হয়েছে?
48 / 50
48. পুরুষের জন্য টাখনু গিরার নিচে কাপড় পরিধানের হুকুম কি?
49 / 50
49. কাবিরাহ গুনাহকারিরা চিরস্থায়ী জাহান্নামী- এটি কাদের বিশ্বাস ?
50 / 50
50. কিয়ামতের দিন কোনো ব্যক্তিকে কী বলে ডাকা হবে?
Your score is
The average score is 68%
পুনরায় আরম্ভ করুন
424
Created on January 19, 2024 ইসলামিক কুইজ
লেভেল - ১০
আসসালমুআলাইকুম, লেভেল - ১০ এ আমরা ৫০ টি ইসলামী প্রশ্ন ও তার উত্তর স্থাপন করেছি। প্রথমে লেভেল - ৯ শেষ করে তারপর লেভেল - ১০ এ অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হল।
1 / 50
1. আল্লাহ তা'আলা কাদেরকে জীবনের প্রতি সর্বাধিক লোভী মানুষ হিসেবে কুরআনে বর্ণনা করেছেন?
2 / 50
2. আল কুরআনের নাযিলকৃত সর্বপ্রথম বাণী কী ছিল ?
3 / 50
3. কোরআনের আলোকে আল্লাহকে ভালোবাসার একমাত্র শর্ত কি?
4 / 50
4. পবিত্র কুরআনে শিশুকে বুকের দুধ কত বছর খাওয়াতে বলা হয়েছে?
5 / 50
5. কোন সূরায় জেলখানার প্রসঙ্গ এসেছে?
6 / 50
6. মানুষ মৃত্যুবরণ করার পরে কবরে কি প্রশ্ন করা হবে?
7 / 50
7. কুরআনের কতটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহীম রয়েছে?
8 / 50
8. কার জীবন-যাপন সংকুচিত হওয়ার পাশাপাশি তাকে কিয়ামতের দিন অন্ধ হিসেবে উঠানো হবে বলে কুরআনে এসেছে?
9 / 50
9. আল-কুরআনের মূল সংরক্ষণকারী কে?
10 / 50
10. কুরআনে সর্বপ্রথম নির্দেশ কোনটি?
11 / 50
11. যারা কুরআন থেকে বিমুখ হয় তাদের কিসের সাথে তুলনা করা হয়েছে?
12 / 50
12. কোরআনের বিধান অনুযায়ী কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে?
13 / 50
13. কুরআনে কোন নবীর মুচকি হাসির কথা বর্ণিত হয়েছে ?
14 / 50
14. দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় কেমন?
15 / 50
15. সুদখোরদের কবরের আযাব কোনটি হবে ?
16 / 50
16. হত্যাকারীকে চিহ্নিত করতে বনী ইসরাইলের লোকেরা শেষ পর্যন্ত কী রঙের গাভী জবাই করেছিল ?
17 / 50
17. তওবার শব্দের অর্থ কি?
18 / 50
18. নবীজী কোন পাহাড়ের কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন?
19 / 50
19. জাহান্নামের ইন্ধন কী হবে ?
20 / 50
20. কিয়ামতের ময়দানে যারা সুদখোর তারা কি অবস্থায় রাব্বুল আলামিনের সামনে দাড়াবে ?
21 / 50
21. সূর্যাস্তের সাথে সাথে ইফতার না করে ইচ্ছাকৃত বিলম্ব করা কাদের স্বভাব ?
22 / 50
22. ফির'আউন কোথায় ডুবে মৃত্যুবরণ করেছিল ?
23 / 50
23. আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কী বলতে হয় ?
24 / 50
24. কাউকে অন্যায় করতে দেখলে একজন মুসলিমের কী করা উচিত ?
25 / 50
25. সর্বোত্তম যিকির কোনটি ?
26 / 50
26. আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে ?
27 / 50
27. কোন মুসলিম কেয়ামত দিবসে নবী, সিদ্দিক, শহীদ ও সৎ লোকের সাথে থাকবেন ?
28 / 50
28. সামর্থ্য থাকা সত্ত্বেও যে ভিক্ষা করে বেড়ায় কিয়ামতের দিন সে কোন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ?
29 / 50
29. আল্লাহ তা'আলার আরশ কোথায় অবস্থিত ?
30 / 50
30. আখিরাতে মুনাফিকদের শাস্তি কী হবে ?
31 / 50
31. জিবরাঈল আ.-এর কতগুলি পাখা রয়েছে ?
32 / 50
32. আল্লাহ্ তা'আলা কিভাবে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নিবেন ?
33 / 50
33. শবে ক্বদর বা লাইলাতুল কদর কবে ?
34 / 50
34. নিচের কোনটি ইবাদাত কবুলের শর্ত নয়?
35 / 50
35. কোন পাখির মাধ্যমে আল্লাহ তা'আলা মানবজাতিকে দাফন শিক্ষা দিয়েছেন?
36 / 50
36. ইবরাহীম আ. এর উপাধী কি ছিল?
37 / 50
37. “আল্লাহ তার সাম্রাজ্যকে ছিন্নভিন্ন করুন"- রাসূলুল্লাহ সা. এই বদদুআ করেছিলেন কার সাম্রাজ্যকে উদ্দেশ্য করে ?
38 / 50
38. আল্লাহ তা'আলা কাদের উদ্দেশ্য করে বলেছেন যে, ‘তোমরা খাও, পান করো কিন্তু অপচয় করো না”?
39 / 50
39. তাওবাহ করার জন্য কোন বিষয়টি জরুরি নয়?
40 / 50
40. কাকে উদ্দেশ্য করে তার জাতি বলেছিলো, “দম্ভ করো না। নিশ্চয় আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না”?
41 / 50
41. দুনিয়ার বুকে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনটি?
42 / 50
42. কোন দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হয় ?
43 / 50
43. কিয়ামতের দিন কয় শ্রেণির লোককে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন?
44 / 50
44. উপকারের বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশে কী বলা উচিত?
45 / 50
45. যমযম কূপ কাবা ঘর থেকে কতটুকু দূরে অবস্থিত?
46 / 50
46. কোন মুসলিমের দোষ পরিলক্ষিত হলে কী করণীয়?
47 / 50
47. ইয়াজুজ-মাজুজ বর্তমানে যে প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে সে প্রাচীরটি কে নির্মাণ করেন?
48 / 50
48. নিম্নে উল্লেখিত কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়?
49 / 50
49. কোন মুসলিমকে গালি দেয়া কোন ধরনের কাজ ?
50 / 50
50. জান্নাতী নারী-পুরুষ সবাই কত বছর বয়সী হবেন?
Your score is
The average score is 67%
পুনরায় আরম্ভ করুন
সকল নবীদের জীবনী ও পরিচয় ও বিশেষ ঘটনা: কোরআন এবং হাদিসে আমরা ২৫ জন নবী এবং রাসূলের নাম এবং তাদের বিভিন্ন ঘটনার সম্বন্ধে জানতে পারি। আমরা সকল নবীদের জীবনী ও পরিচয় এবং বিশেষ ঘটনা নিয়ে আলোচনা করেছি। মুসলমান হিসেবে আমাদের সকলেরই এই ২৫ জন নবী এবং রাসূলের ব্যাপারে জানা উচিত তাই আশা করব আপনি এই পেজটা ভিজিট করে এক এক করে সব কয়জন নবী-রাসূলের জীবনী পড়বেন। এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি দেখতে পারেন। এখানে ইসলামিক এবং সমসাময়িক বিশ্বের বিভিন্ন কিছুর ব্যাপারে অনেক ভিডিও পেয়ে থাকবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের ভাল লাগবে। এখানে ক্লিক করুন