All MCQ /500 0 Created on January 19, 2024ইসলামিক কুইজ All In One 1 / 500 1. আমাদের সৃষ্টিকর্তার নাম কি? ঈসা দুর্গা আল্লাহ্ গণেশ 2 / 500 2. সর্বশেষ আসমানী কিতাবের নাম কি? তাওরাত জাবুর ইনজিল কোরআন 3 / 500 3. কোরআন কার উপর নাজিল হয়েছে ছিল? ঈসা আ মুহাম্মদ স. মুসা আ. দাউদ আ. 4 / 500 4. পবিত্র কোরআন নাযিল হতে কত সময় লেগেছে? ২২ ১০ ১৫ ২৩ 5 / 500 5. পবিত্র কুরআনুল কারীমে কতগুলো সুরা আছে? ৯৯ ১১৩ ১১৫ ১১৪ 6 / 500 6. পবিত্র কোরআনের প্রথম সুরার নাম কি? বাকারা ফাতিহা নাস কাউসার 7 / 500 7. পবিত্র কোরআনের কোন সুরাটি কোরানের এক তৃতীয়াংশের সমান? কাউসার ফাতিহা বাকারা ইখলাস 8 / 500 8. পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি? ইখলাস ফালাক কাউসার আন-নাসর 9 / 500 9. পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি? আল-বাকারা আন-নিসা আলে-ইমরান আল-আ'রাফ 10 / 500 10. পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? সুরা বাকারার শেষ ২ আয়াত সুরা হাশর এর শেষ ৩ আয়াত আয়াতুল কুরসী সুরা ইখলাস এর ৪ আয়াত 11 / 500 11. তাওহীদ শব্দের অর্থ কি ? বিশ্বাস অনুগত্য একনিষ্ঠতা একত্ববাদ 12 / 500 12. ঈমান শব্দের অর্থ কি ? বিশ্বাস একনিষ্ঠতা অনুগত্য একত্ববাদ 13 / 500 13. ঈমান কি কমে ও বাড়ে (পরিবর্তন হয় )? না হ্যাঁ এ বিষয়ে কুরআন-হাদিসে কিছু বলা নাই । উপরের কোনটি সঠিক নয় । 14 / 500 14. ঈমানের সর্বোচ্চ স্তর কি? নামাজ/সালাত রোজা/সিয়াম কালিমা / লা-ইলাহা ইল্লাল্লাহু হজ্জ 15 / 500 15. ঈমানের স্তম্ভ কয়টি? ৫ ৬ ৮ ৩ 16 / 500 16. ঈমানের সর্বনিম্ন শাখা কি? টাকা ধার/হাওলাদ/ঋণ দেওয়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা সত্য কথা বলা গালি না দেওয়া 17 / 500 17. পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সুরাটি পূর্ণাঙ্গরূপে নাযিল হয়? সুরা ফাতিহা সুরা বাকারা সুরা ইখলাস সুরা কাউসার 18 / 500 18. সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন? উমার (রাঃ) আবুবকর (রাঃ) আলী (রাঃ) উসামান (রাঃ) 19 / 500 19. পবিত্র কোরআনের কোন সুরায় প্রথমে বিসমিল্লাহ নেই? সুরা বাকারা সুরা আল-মাঊন সুরা তওবা সুরা আল-কুরাইশ 20 / 500 20. আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ কোনটি? সহীহ মুসলিম সহীহ বুখারী তিরমিজি মুসনাদে আহমদ 21 / 500 21. নবীজী কতবার ওমরাহ করেছেন? ৪ ৩ ৫ ১ 22 / 500 22. নবীজী কতবার হজ্জ করেছেন? ১ ২ ৩ ৪ 23 / 500 23. কত বছর বয়সে নবীজী ইন্তেকাল করেন? ৬২ ৬৪ ৬৩ ৬০ 24 / 500 24. সর্বপ্রথম নবী কে? ঈশা (আঃ আদম (আঃ) মুহাম্মদ (সাঃ মুসা (আঃ) 25 / 500 25. সর্বশেষ নবী কে? ঈসা আ. মুহাম্মাদ সা. মুসা আ. দাউদ আ. 26 / 500 26. কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন? আদাম আ. ঈসা আ. মহাম্মাদ সা. মুসা আ. 27 / 500 27. কোন নবী পশু-পাখি,বাতাসের সাথে কথা বলতেন? ঈসা (আঃ) সুলাইমান (আঃ) মুহাম্মাদ সাঃ মুসা (আঃ) 28 / 500 28. কোন নবী জেল খেটেছেন? ইউসুফ(আঃ) সুলাইমান(আঃ) যাকারিয়া(আঃ) দাউদ(আঃ) 29 / 500 29. ইউসুফ(আঃ) কতদিন জেল খেটেছেন? ৫ বছর ৬ বছর ৭ বছর ৮ বছর 30 / 500 30. কোন নবীকে নবীদের পিতা বলা হয়? মুহাম্মাদ সাঃ ঈসা আ. ইউসুফ(আঃ) ইব্রাহীম(আঃ) 31 / 500 31. শির্ক কত প্রকার ? ১ ২ ৩ ৪ 32 / 500 32. কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যু বরণ করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে? সুদ জিনা/ব্যাভিচার শিরক / শির্ক বিদআত 33 / 500 33. মক্কার কাফেরগণকে মুশরিক বলার কারণ কি? তারা মুর্তি পুজা করত তারা রাসূল (স) কে কষ্ট দিতো তারা মারামারি/হানাহানি তে লিপ্ত ছিলো তারা আত্নীয়তার সম্পর্ক নষ্ট করতো 34 / 500 34. নবী-রাসূলগণের দা’ওয়াতের মূল বক্তব্য কী ছিল? সালাত কায়েম পরোপকার জিহাদ আল্লাহ ছাড়া সত্য কোন মা’বূদ নেই (তাওহিদ) 35 / 500 35. তাবিজ-কবচ ব্যবহার সম্পর্কে ইসলামের হুকুম কি? জায়েজ নাজায়েজ মাকরূহ কোনটি সঠিক নয় 36 / 500 36. ছোট শির্কে লিপ্ত হলে তার পরিণতি কি? সগীরা গুনাহগার কবীরা গুনাহগার কাবীরা গুনাহের চাইতে বড় গুনাহগার কাফের (ইসলাম থেকে বের হয়ে যাবে ) 37 / 500 37. ইসরাফীল (আঃ) এর দায়িত্ব কি? জান কবজ বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন শিংগায় ফুৎকার উপরের কোনটি নয় 38 / 500 38. কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সরদার বলা হয়? ইসরাফীল (আঃ) মালাকুল মওত (আঃ) মীকাঈল (আঃ) জিবরাঈল (আঃ) 39 / 500 39. ওহী নাযিল করার দায়িত্ব কোন ফেরেশতার ছিল? জিবরাঈল (আঃ) ইসরাফীল (আঃ) মালাকুল মওত (আঃ) মীকাঈল (আঃ) 40 / 500 40. ফেরেশতাদের সংখ্যা কত? ২৬ হাজার ৯২ হাজার ১ লক্ষ ৩৫ হাজার অসংখ্য ( আল্লাহ ছাড়া কেউ জানে না) 41 / 500 41. আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরী? আগুনের নূরের মাটির পানি ও বাতাসের 42 / 500 42. হজ্জ ইসলামের কততম স্তম্ভ? ৪ ৩ ২ ১ 43 / 500 43. জুম্মার নামাজে ফরজ কত রাকাত? ৪ ২ ৬ ৩ 44 / 500 44. কোন গোনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করেননা? শির্কের গোনাহ নামায না পড়ার গোনাহ মিথ্যা বলার গোনাহ রোজা না রাখার গোনাহ 45 / 500 45. আল্লাহর শ্রেষ্ট সৃষ্টি কি? জিন ফেরেশতা পৃথিবী মানুষ 46 / 500 46. কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন? ঈসা (আঃ) মুহাম্মাদ সাঃ ইব্রাহিম (আঃ) মুসা (আঃ) 47 / 500 47. ইসরাইল (আঃ) আরএক নাম কি? ঈসা (আঃ) ইয়াকুব (আঃ) মুসা (আঃ) ইব্রাহিম (আঃ) 48 / 500 48. কোন নবী নিজ দুশমনের বাড়িতে লালিত পালিত হন? ঈসা আ ইব্রাহিম(আঃ) মুসা (আঃ) ইসরাইল (আঃ) 49 / 500 49. কোন নবী তাঁর ছেলেকে সাথে নিয়ে কাবাঘর তৈরি করেন? ঈসা আ. মুহাম্মাদ সাঃ ইব্রাহিম (আঃ) ইসমাইল (আঃ) 50 / 500 50. কোন বাদশা ইব্রাহিম (আঃ) কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন? ফেরাউন নমরুদ জালুত 51 / 500 51. পিতা-মাতা, সন্তান , মসজিদ, কা’বা প্রভৃতির নামে শপথ/ওয়াদা করার হুকুম/জায়েজ কি? হ্যাঁ জায়েজ এটা করলে ছোট/কম গুনাহ হবে এরূপ শপথ বা কসম করা ছোট শির্কের অন্তর্ভূক্ত যেটা জাহান্নমের কারণ হতে পারে এমন শপথ না করাই ভালো তবে করলেও সমস্যা নাই 52 / 500 52. আব্দুর রাসূল (রাসূলের বান্দা), আবদুন্ নবী, গোলাম মোস্তফা, আব্দুল মুত্তালেব (মুত্তালেবের বান্দা) প্রভৃতি নাম রাখা যাবে কি না , এরূপ নাম রাখা ছোট শির্কের অন্তর্ভূক্ত হ্যাঁ , এমন নাম রাখা যাবে , সমস্যা নাই না রাখাই ভালো তবে রাখলেও সমস্যা নাই এমন নাম রাখা বিদআত 53 / 500 53. গণক বা জ্যোতীষীদের কাছে ভাগ্য গণনা বা এরূপ কোন কাজে যাওয়ার কি জায়েজ ? হ্যাঁ , জায়েজ না যাওয়ায় ভালো কিন্তু গেলেও তেমন সমস্যা নাই এ বিষয়ে কুরআন-হাদিসে কিছু বলা নাই তাদের কাছে গিয়ে কোন কিছু জিজ্ঞেস করলে ৪০দিনের ইবাদাত কবূল হবে না 54 / 500 54. গণক বা জ্যোতীষীদের কথা বিশ্বাস করার পরিণাম কি? কুফরী যার কারণে জাহান্নামে যেতে হবে ছোট/অল্প গুনাহগার হতে হবে এটা করলে বিদআত হবে বিশ্বাস না করায় ভালো তবে করলেও সমস্যা নাই 55 / 500 55. অসুখ-বিসুখ হলে ঝাড়-ফুঁক করার হুকুম কি? যে কোন দু'আ বা মন্ত্র দিয়ে ঝাড়-ফুঁক করা যাবে বিভিন্ন নকশা দিয়ে ঝাড়-ফুঁক করা যাবে কুরআনের আয়াত ও হাদীছের দু’আ পড়ে ঝাড়-ফুঁক করা যাবে তাবিজ ঝুলানো যাবে 56 / 500 56. জিন জাতি কিসের তৈরী ? আগুন পানি মাটি বাতাস 57 / 500 57. জিনদেরকে আল্লাহ্ কেন তৈরী করেছেন? মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার জন্য বিভিন্ন রোগের নিরাময় বা ভালো করার জন্য খারাপ বা ভালো কাজে মানুষকে সাহায্য করার জন্য তাঁর ইবাদত করার জন্য 58 / 500 58. জিনেরা কি মানুষের ভাল-মন্দ করতে পারে? তারা মানুষের ভাল-মন্দ করতে পারে না, আল্লাহ্ ছাড়া কেউ কারো ভাল-মন্দ করতে পারে না তাদের কাছে মন থেকে চাইলে তারা মানুষের ভাল-মন্দ করতে পারে তারা মানুষের ভাল-মন্দ করতে পারে তবে সেটা সামান্য পরিমাণ 59 / 500 59. নবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) কি নিজে থেকে কারো উপকার-অপকারের ক্ষমতা রাখেন? জি , তিনি মানুষের উপকার-অপকার করতে পারেন কারণ তিনি রাসূল না , তিনি মানুষের উপকার-অপকার করতে পারেন না তিনি উপকার-অপকার করতে পারেন তবে সেটা সামান্য পরিমাণে তিনি শুধুমাত্র তার উম্মতদের উপকার-অপকার করার ক্ষমতা রাখেন 60 / 500 60. হিন্দু, ইহুদী, খৃষ্টান প্রভৃতি কাফেরকে কেউ যদি কাফের না বলে, তাতে কোন ক্ষতি আছে কি? না , তাদের কাফের না বললে কোন ক্ষতি নেই যে ব্যক্তি তাদেরকে কাফের বিশ্বাস করবে না বা কাফের বলতে দ্বিধা করবে, সে নিজে কাফের হয়ে যাবে ছোট/অল্প গুনাহগার হতে হবে এমন করলে বিদআত হবে 61 / 500 61. কবরে বা মাজারে বা কোন পীরের উদ্দেশ্যে মানত করার হুকুম কি ? শির্ক বা শিরক মানে আল্লাহর কাছে মাপ না চেয়ে মারা গেলে জাহান্নামী বিদআত গুনাহগার (ছোট) কিছু কিছু সময় জায়েজ আছে 62 / 500 62. পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি ও কোন সূরায়? সূরা আল ইমরানের ৬ নং আয়াত সূরা বাক্বারার ২৮২ নং আয়াত সূরা ইয়াসিনের ১২ নং আয়াত সূরা মূলকের ৩০ নং আয়াত 63 / 500 63. পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফযীলতপূর্ণ আয়াত কোনটি ? সূরা বাক্বারা ২৫৫ নং আয়াত (আয়াতুল কুরসী। ) সূরা হাশরের শেষ তিন আয়াত সূরা ইয়াসিনের সব গুলো আয়াত এমন নির্দিষ্ট কোন আয়াত নেই 64 / 500 64. ফরয নামায এর পর কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না? সূরা কাহাফের প্রথম দশ আয়াত সূরা ইয়াসিন সূরা হাশরের শেষ তিন আয়াত আয়াতুল কুরসী। 65 / 500 65. পবিত্র কুরআনের কোন্ সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে ? সূরা মুলক সূরা কাহাফ সূরা ইয়াসিন সূরা হাশর 66 / 500 66. পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে ? সূরা ইখলাছ সূরা ইমরান সূরা ইয়াসিন সূরা আর রহমান 67 / 500 67. পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব ? সূরা কাহাফ সূরা ইয়াসিন সূরা মূলক সূরা হাশর 68 / 500 68. পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে ? সূরা কাহাফের প্রথম দশটি আয়াত সূরা হাশরের আয়াত সূরা ইয়াসিনের প্রথম দশটি আয়াত সূরা মূলক এর প্রথম দশ আয়াত 69 / 500 69. মুহাম্মাদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে ? ৩ ৪ ৫ ৬ 70 / 500 70. পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয় ? সূরা ফাতিহার প্রথম একটি আয়াত সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত সূরা মূলক এর প্রথম পনেরো আয়াত সূরা ইয়াসিন এর প্রথম তিনটি আয়াত 71 / 500 71. কার পরামর্শে এই কুরআন একত্রিত করণের কাজ শুরু হয় ? আবু বকর (রাঃ) ওমর বিন খাত্তাব (রাঃ) উসমান (রাঃ) আলী (রাঃ) 72 / 500 72. জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? দরিদ্র ব্যক্তিদের। ধনি ব্যক্তিদের। চাকরিজীবী ব্যক্তিদের। 73 / 500 73. পবিত্র কুরআনে কতটি আয়াত আছে ? ৬৬৬৬ ৬২৩৬ ৬৩৩৬ ৬৬৬৭ 74 / 500 74. কোন সূরার শেষ দু’টি আয়াত কোন মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে ? সূরা বাক্বারা সূরা ইমরান সূরা মূলক সূরা ইয়াসিন 75 / 500 75. পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে ? ২৫ ৫০ ২৪ ২০ 76 / 500 76. মাক্কী সূরার সংখ্যা কতটি ? ৮৬ ৮৭ ৮৮ ৮৫ 77 / 500 77. মাদানী সূরার সংখ্যা কতটি ? ২৮ ২৯ ২৭ ২৬ 78 / 500 78. কৈশরে নবীজী কি কাজ করতেন ? চাচাদের সাথে ব্যবসা ছাগল চরানোর কাজ এক শহর থেকে অন্য শহরে মালামাল পরিবহন তেমন কিছুই করতেন না 79 / 500 79. যুবক বয়সে নবীজী কি কাজ করতেন ? ব্যবসা ছাগল চরানোর কাজ মালামাল পরিবহন উটের দেখাশোনার কাজ 80 / 500 80. নবীজীর কতজন স্ত্রী ছিলেন ? ১০ ৯ ১১ ৭ 81 / 500 81. কত বছর বয়সে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর উপর ওহী নাযিল হয় ? ৪০ ৩৩ ২৫ ৪৩ 82 / 500 82. কোন নবীর পিতা-মাতা কেউ ছিল না ? ঈসা (আঃ) মূসা (আঃ) আদম (আঃ) এমন কোন নবী নাই 83 / 500 83. কোন নবী নিজ জাতিকে ৯৫০ (সাড়ে নয়শত) বছর দাওয়াত দেন ? আদম (আঃ) ইব্রাহিম (আঃ) নূহ (আঃ) মূসা (আঃ) 84 / 500 84. সর্বপ্রথম কোন সাহাবী কাবা ঘরে আযান প্রদান করেন ? ওমর বিন খাত্তাব (রাঃ) যুবাইর বিন আওয়াম (রাঃ) আবু হুরায়রা (রাঃ) বেলাল (রাঃ) 85 / 500 85. নামায বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কি ? সুন্দর পোশাক পবিত্রতা জামা'আতে আদায় করা সুন্দর ও স্পষ্ট করে সূরা তেলওয়াত 86 / 500 86. ওযুর অঙ্গ-প্রত্যঙ্গ তিনবার করে ধৌত করা কি ? ফরয ওয়াজিব সুন্নাত মুস্তাহাব 87 / 500 87. ওযুর শুরুতে কি বলতে হয় ? বিসমিল্লাহ এটার জন্য আলাদা নির্দিষ্ট একটি দু'আ আছে ইচ্ছা করে কিছু না বললেও ওযু হয়ে যাবে 88 / 500 88. রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “ক্বিয়ামত দিবসে আমার উম্মতের পরিচয় হচ্ছে, তাদের কপাল ও পদযুগল শুভ্র আলোকময় হবে।” কি কারণে তা হবে? সিয়াম বা রোজা হজ্জ দান বা সাদাকা ওযু 89 / 500 89. ওযু , নামায বা যে কোন ইবাদতের শুরুতে নাওয়াইতু.. বলে মুখে নিয়ত উচ্চারণ করা কি ? নাজায়েয- বিদআত। জায়েজ না করাই ভালো তবে করলেও সমস্যা নাই সুন্নাত 90 / 500 90. জুমআর দিন গোসল করার বিধান কি ? সুন্নাত ওয়াজিব বা ফরজ মুস্তাহাব মুবাহ 91 / 500 91. সালাত বা নামাজ শব্দের আভিধানিক অর্থ কি ? শান্তি বিশ্রাম দু'আ একাগ্রতা 92 / 500 92. রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “তার পানি পবিত্র এবং উহার মৃতপ্রাণী হালাল।” কোন্ পানি সম্পর্কে তিনি একথা বলেছেন ? সমুদ্রের কূপের নদীর পুকুরের 93 / 500 93. জামাতের সাথে নামায পড়লে কতগুণ বেশী ছওয়াব পাওয়া যায় ? ৩০ গুণ ২৫ গুণ বা ২৭ গুণ ২০ গুণ সমান সওয়াব বা নেকি পাওয়া যাবে , বেশি পাওয়া যাবে না 94 / 500 94. নারীদের মসজিদে গিয়ে জামাতের সাথে নামায পড়ার বিধান কি ? জায়েয ওয়াজিব ফরজ নাজায়েজ বা বিদআত 95 / 500 95. বিতর নামাযের সর্ব নিম্ন রাকাত সংখ্যা কত ? ১ ৩ ৫ ৭ 96 / 500 96. সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি ? শুক্রবার শনিবার সোমবার মঙ্গলবার 97 / 500 97. শাক-সব্জিতে যাকাতের পরিমাণ কি ? পরিমাণমত অনুমানের ভিত্তিতে দিতে হবে ২০ কেজিতে ১ কেজি ৪০ কেজিতে ১ কেজি শাক-সব্জিতে কোন যাকাত নেই 98 / 500 98. সপ্তাহের কোন কোন দিন রোযা রাখা সুন্নাত ? সোমবার ও বৃহস্পতিবার শনিবার ও সোমবার শুক্রবার ও সোমবার সপ্তাহে এমন নির্দিষ্ট কোন দিন নাই 99 / 500 99. তারাবীর নামায আদায় করার হুকুম কি ? সুন্নাতে মুআক্কাদাহ ফরয ওয়াজিব মোস্তাহাব 100 / 500 100. বিষধর প্রাণী বা সাপে কাটলে কোন দুআ বা সূরা পড়ে পড়ে রুগীকে ঝাড়-ফুঁক করবে ? সূরা ফাতিহা আয়াতুল কুরসি সূরা বাকারার শেষ দুই আয়াত সূরা ইয়াসিন 101 / 500 101. দুনিয়াতে থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর (রা) সংখ্যা কতো ? ৭ ৮ ৯ ১০ 102 / 500 102. অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে ? নেশা গান যেনা বা ব্যভিচার মিথ্যাকথা বলা 103 / 500 103. কোন পাপকর্মটি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য ? যেনা বা ব্যভিচার সুদ ঘুষ হত্যা 104 / 500 104. জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে ? পুরষদের নারীদের বৃদ্ধ বা বয়ষ্কদের যুবকদের 105 / 500 105. আযান ও ইকামত নেই কোন সালাতে ? ঈদের ফজরের জুম্মার এমন কোন সালাত নাই 106 / 500 106. মুসলিম জাতির পিতা ? হযরত মুহাম্মদ (স) হযরত ঈসা (আঃ) হযরত আলি (রা) হযরত ইব্রাহিম (আঃ) 107 / 500 107. "লা ইলাহা ইল্লাল্লাহু" দ্বারা ঘোষণা করা হয়েছে ? তাওহিদের নামাযের যুদ্ধের কোনটিই নয় 108 / 500 108. হালাল কাজের মধ্যে সর্ব নিকৃষ্ট কাজ কি কি ? স্ত্রী তালাক দেওয়া ও দান করা স্ত্রী তালাক দেওয়া ও ভিক্ষা করা বিবাহ করা ও দান করা । বড় বাড়ি নির্মাণ করা ও দামি খাবার খাওয়া 109 / 500 109. সবচেয়ে নিকৃষ্ট চোর কে ? গরিব মানুষের জিনিস যে চুরি করে মসজিদ থেকে যে জিনিসপত্র চুরি করে ব্যাংক এ যে চুরি করে নামাযের মধ্যে যে চুরি করে 110 / 500 110. বদর যুদ্ধে কতজন সাহাবা (রাঃ) শহীদ হন? ১৪ জন ১১ জন ১২ জন ১৫ জন 111 / 500 111. রাসূল (সা:) কোন বাহনে করে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসায় গিয়েছিলেন? উট বোরাক ঘোড়া গাধা 112 / 500 112. হাদিস অনুসারে যাকাত ইসলামের কত তম স্তম্ভ ? ২ ৩ ৪ ১ 113 / 500 113. প্রসিদ্ধ অসমানী কিতাব কতখানা ? ৪ ৫ ৬ ৭ 114 / 500 114. আল্লাহর কতগুলো নাম রয়েছে? ১০০ ৯৯ একটি ৩৩ 115 / 500 115. দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না? মক্কা ও মদিনায় মক্কা ও তাইফ 116 / 500 116. মদিনায় হিজরতের পর সর্বপ্রথম কোন সূরাটি অবতীর্ণ হয়? সুরা ফাতিহা সূরা বাকারা সূরা কাহ্ফ সুরা নাস 117 / 500 117. কোন সূরাটি রসূলুল্লাহ (সাঃ) প্রতি জুমাবার খুতবায় পড়তেন? সূরা ক্বাফ সুরা ফাতিহা সুরা কাউসার সুরা ফালাক 118 / 500 118. কোন সূরা পাঠ করলে ঘর হতে শয়তান পলায়ন করে? সুরা ফাতিহা সূরা বাক্বারাহ সুরা নাস সুরা ফালাক 119 / 500 119. কুরআনুল কারীমে কোন নবীর নাম সবচেয়ে বেশী উল্লেখ হয়েছে? ঈসা আ. মুহাম্মাদ সাঃ মূসা (আ) 120 / 500 120. এক আল্লাহ প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের নাম কি? ইমান আকাইদ ইসলাম তাওহিদ 121 / 500 121. নিরাপদ নগরী বলতে বুঝানো হয়েছে— জেদ্দা মক্কা তায়েফ মদিনা 122 / 500 122. মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয়— রিসালাত আখিরাত কিয়ামত শাফাআত 123 / 500 123. কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবেন? ৪ ৩ ৫ ৭ 124 / 500 124. ইসলামি অর্থ ব্যবস্থায় জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভর করে— সালাতের উপর যাকাতের উপর হজের উপর সাওমের উপর 125 / 500 125. সাওম (রোজা) ঢাল স্বরূপ"। কেন? ক্ষুধা বৃদ্ধি করে শত্রুকে ভীত করে মন্দ কাজকে প্রতিহত করে সাহস বৃদ্ধি করে 126 / 500 126. “প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করা" কীসের অন্তর্ভুক্ত? প্রতারণা হিংসা গিবত ফিতনা 127 / 500 127. সুন্নাত অর্থ কী? নিয়ম কর্তব্য বাণী পছন্দনীয় 128 / 500 128. পরকালের প্রবেশদ্বার কোনটি? কিয়ামত কবর হাশর মৃত্যু 129 / 500 129. কোন ইবাদতের হিসাব সর্বপ্রথম দিতে হবে? সালাত যাকাত সাওম হজ 130 / 500 130. ওজনে কম দেওয়া এক ধরনের— সুদ ঘুষ ফাসাদ প্রতারণা 131 / 500 131. আমানতের বিপরীত কী? ফাসাদ হাসাদ ফিতনা খিয়ানত 132 / 500 132. যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কী বলে? ঘুষ সুদ/রিবা ফিতনা ফাসাদ 133 / 500 133. মক্কা বিজয়ের দিন মহানবি (স.) এর প্রতিশোধ না নেওয়ার দ্বারা কোন বিষয়টি প্রতিফলিত হয়? সন্ধি ক্ষমা বন্ধন ভালোবাসা 134 / 500 134. চরম জুলুম কোনটি? শিরক নিফাক ফিতনা কুফর 135 / 500 135. কোন ইবাদত মানুষকে বিশেষভাবে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে? সালাত হজ যাকাত 136 / 500 136. ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কোনটি? তকদির তাওহীদ রিসালাত আখিরাত 137 / 500 137. মুহাম্মদ (স.) এর কোন বিষয়টি হযরত খাদিজা (রা.) -কে মুগ্ধ করেছিল? শিক্ষা সৌন্দর্য অভিজ্ঞতা উত্তম চরিত্র 138 / 500 138. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিতার নাম কি? আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাহমুদ আব্দুল লতিফ আব্দুল্লাহ বিন উরাইকিত 139 / 500 139. অন্যের উন্নতি ও সুখ ধ্বংস কামনা করাকে কী বলে? গিবত হিংসা ঘুষ সুদ 140 / 500 140. হজের আনুষ্ঠানিকতা শুরু হয় কীসের দ্বারা ? তাওয়াফ ইহরাম সাঈ দম 141 / 500 141. যিনি তাকওয়া অবলম্বন করেন, তাকে কী বলে? মুমিন মুত্তাকি সাদিক মুসলিম 142 / 500 142. মহানবি হযরত মুহাম্মদ (স.) এর ধাত্রী মায়ের নাম কী? আমিনা হানতামা মাইসারা হালিমা 143 / 500 143. ইসলাম শব্দের অর্থ কি? বিশ্বাস করা আনুগত্য করা মেনে নেওয়া স্বীকার করা 144 / 500 144. সুন্নাহ শরীয়তের কততম উৎস? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 145 / 500 145. ঈদের সালাতের বিধান কি? ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব 146 / 500 146. ঈলম শব্দের অর্থ কি? জ্ঞান দক্ষতা নৈতিকতা পরিশুদ্ধতা 147 / 500 147. যে ব্যাক্তি ওয়াদা পালন করে না তার দ্বীন নেই, কে বলেছেন? আল্লাহ তায়ালা হয়রত মুহাম্মাদ (সঃ) হযরত জিব্রাইল (আঃ) হযরত আবু বকর (রাঃ) 148 / 500 148. সিদ্দিক' কার উপাধি? হযরত মুহাম্মদ (সঃ) হযরত আবু বকর (রাঃ) হযরত ওমর (রাঃ) হযরত আলী (রাঃ 149 / 500 149. আল্লাহর নিকট অধিক সম্মানিত হতে কোন গুণটি প্রয়োজন? তাকওয়া সত্যবাদীতা আমানত পরিচ্ছন্নতা 150 / 500 150. ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন? খ্রিস্টানদের মুসলমানদের ইহুদিদের 151 / 500 151. আরবের লোকেরা কেন হয়রত মুহাম্মদ (সাঃ) কে আল- আমিন উপাধি দিয়েছিল? তিনি আল্লাহর রাসুল ছিলেন আমানতদার ছিলেন তিনি সুন্দর ছিলেন তিনি গরিব-দুঃখীদের ভালোবাসতেন 152 / 500 152. আর তোমাদের প্রতি আমার কোন অভিযোগ নেই, তোমরা মুক্ত ও স্বাধীন"। এ বানী কোন ঘটনার প্রতি ইঙ্গিত করে? মক্কা বিজয় বিদায় হজ হুদায়বিদায় সন্ধি হিযরত 153 / 500 153. কোন সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ? সূরা ইখলাস ফালাক নাস উপরের সব 154 / 500 154. "রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো। আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাক”। এই আয়াত দ্বারা কিসের গুরুত্ব বুঝানো হয়েছে? তাওহিদের আমানতের শরিয়তের ঈমানের 155 / 500 155. “হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বলো।” আয়াতটি দ্বারা বুঝানো হয়েছে— আমানতের গুরুত্ব সত্যবাদীতার গুরুত্ব শালীনতার গুরুত্ব পরিচ্ছন্নতার গুরুত্ব 156 / 500 156. জামাত শুরু হওয়ার জন্য ইকামত দেওয়ার বিধানটি হচ্ছে--- ফরজে আইন সুন্নতে মুআক্কাদাহ ফরজে কিফায়াহ সুন্নতে যায়িদাহ 157 / 500 157. রুকুর পর পর সোজা হয়ে দাড়ানোর বিধানটি হচ্ছে---- ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব 158 / 500 158. কবরে যে সকল ফিরিস্তা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন তাদেরকে বলা হয়---- কিরামান-কাতিবিন মুনকার নাকির জিব্রাইল- ইসরাফিল ইসরাফিল- মিকাইল 159 / 500 159. পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী (রা) ইসলাম গ্রহণ করেছেন? উমার (রাঃ) আবু বকর (রা:) আলি (রা.) উসমান (রা.) 160 / 500 160. হযরত উমর (রাঃ) সেনাবাহিনীকে সুশৃঙ্খল করার কত মাস পর পর বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা করেন ? চার মাস এক বছর ছয় মাস দুই বছর 161 / 500 161. অর্থ: "নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে” এটি কার বাণী? আল্লাহ তা''লার সাহাবীদের রাসুল (সাঃ) ইমামগণের 162 / 500 162. কাদের উপর আল্লাহ পাক অভিসম্পাত করেছেন? ঘুষ প্রদানকারী ও গ্রহণকারীদের উপর হিংসুকদের উপর কর্মবিমুখদের উপর ফিতনা ফাসাদকারীদের উপর 163 / 500 163. "আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন” – আয়াতটি দ্বারা বুঝানো হয়েছে----- দৈহিক পরিচ্ছন্নতা পোশাক পরিচ্ছন্নতা পরিবেশ পরিচ্ছন্নতা মানসিক পরিচ্ছন্নতা 164 / 500 164. জান্নাতের সংখ্যা কতো? ৭ ৮ ৯ ৫ 165 / 500 165. তাওহীদ' এর বিপরীত- কুফর শিরক বিদাত নিফাক 166 / 500 166. ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কী? পরোপোকার শালীনতা সত্যবাদিতা আত্মশুদ্ধি 167 / 500 167. কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে, তাহলে তার প্রাপ্তি হবে— পরকালে জান্নাত ধন-সম্পদ অকল্যাণ নিজ স্বার্থলাভ 168 / 500 168. আর্থিক ও দৈহিক ইবাদত কোনটি? সালাত আদায় যাকাত প্রদান সাওম পালন হজ্জ পালন করা 169 / 500 169. কোন ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে? সুদখোর প্রতারক কাফির মিথ্যাবাদী 170 / 500 170. কোন খলিফা যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? আবু বকর (রাঃ) ওসমান (রাঃ) হযরত ওমর (রাঃ) আলি (রাঃ) 171 / 500 171. মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়- মুনাফিকগণ কাফিরগণ মুশরিকগণ ফাসেকগণ 172 / 500 172. মাক্কি সুরার বৈশিষ্ট্য কোনটি? শিরক ও কুফর হালাল ও হারাম বিচার ব্যবস্থা শিক্ষা ও সংস্কৃতি 173 / 500 173. সালাত এর ফার্সি প্রতিশব্দ হলো— দুআ রোযা নামাজ সিয়াম 174 / 500 174. "তোমরা রুকুকারীদের সাথে রুকু কর" দ্বারা কী বুঝায় হয়েছে? রুকু করতে বলা হয়েছে একসাথে চলতে বলা হয়েছে নামাজ কায়েম করতে বলা হয়েছে মসজিদে আসতে বলা হয়েছে 175 / 500 175. "শানে নুযুল' অর্থ কী? অবতরণ পদ্ধতি অবতরণের তাৎপর্য অবতরণের মর্মার্থ অবতরণের কারণ 176 / 500 176. কোন নামাজের মধ্যে সিজদাহ নেই! জানাযার নামাযের মধ্যে। ঈদের নামাযের মধ্যে। বেতের নামাযের মধ্যে। 177 / 500 177. আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে কী বলে? শিরক তাওহিদ নিফাক কুফর 178 / 500 178. যে হাদিসের ভাষা মহানবি (সঃ) এর কিন্তু ভাব মহান আল্লাহর, এটি কোন ধরণের হাদিস? মারফু কুদসি মাকতু মাওকুফ 179 / 500 179. মহান আল্লাহ আমাদের জন্য কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন ? সৃষ্টির বৈচিত্র্য রক্ষার জন্য বিভিন্ন সৃষ্টির কল্যানের জন্য সামগ্রিক কল্যানের জন্য মানুষকে পরীক্ষার জন্য 180 / 500 180. ইসলামে কখন শ্রমিককে তার পারিশ্রমিক দিতে বলা হয়েছে? ঘাম শুকানোর পর মাস শেষ হলে ঘাম শুকানোর পূর্বে ঈদের সময় 181 / 500 181. প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র ? মুশরিকের ফাসিকের কাফিরের মুনাফিকের 182 / 500 182. মহানবি (সঃ) এর দাদার নাম কী? ওয়াহাব আবু তালিব আব্দুল মুত্তালিব ওয়ারাকা 183 / 500 183. মহানবি (সঃ) হজের সময় ইহরাম বেঁধেছিলেন কোথায়? ইয়ালামলামে আরাফার ময়দানে যুল হুলাইফায় মিনা নামক স্থানে 184 / 500 184. খলিফা হযরত উমর (রাঃ) এর পক্ষে পুত্র আব্দুল্লাহ (রাঃ) বললেন, “আমি আমার অংশটুকু আমার আব্বাকে দিয়েছি।” এতে কী প্রকাশ পায়? পিতার প্রতি ভালোবাসা জবাবদিহিতার অনুপম দৃষ্টান্ত প্রজা বাৎসল্যতার প্রমাণ পিতার পক্ষে দায়বদ্ধতা 185 / 500 185. মহান আল্লাহর একত্ববাদের বর্ণনা করা হয়েছে কোন সুরায়? আত-তীন ইখলাস আদ-দুহা আল-মাউন 186 / 500 186. শরীয়াতের প্রধান উৎস কয়টি? ২টি ৪টি ৩টি ৫টি 187 / 500 187. শরিয়তের তৃতীয় উৎস কোনটি? কুরআন সুন্নাহ ইজমা কিয়াস 188 / 500 188. শরিয়তের প্রথম উৎস কোনটি? কুরআন সুন্নাহ ইজমা কিয়াস 189 / 500 189. শরিয়তের ২য় উৎস কোনটি? কুরআন সুন্নাহ ইজমা কিয়াস 190 / 500 190. “সর্বদা অন্যের আমানত রক্ষা করবে।” এ বক্তব্য মহানবি (সা:) এর কোন ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ? মদীনা সনদ বিদায় হজের ভাষণ মক্কা বিজয়ের ভাষণ হুদাইবিয়ার সন্ধির ভাষণ 191 / 500 191. মুস্তাহাব শব্দের অর্থ কোনটি? পছন্দনীয় রীতি অপরিহার্য অবশ্য পালনীয় 192 / 500 192. যাকাতের শতকরা হার কত? ২.৫০ টাকা চল্লিশ ভাগ. ২৫ টাকা ১০০ টাকা 193 / 500 193. মিনায় তিনটি স্থানে কয়টি করে কংকর নিক্ষেপ করতে হয়? ১ টি ৭ টি ৩ টি ২১ টি 194 / 500 194. তাওহিদ প্রচার করতে গিয়ে কোন নবি অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছেন? হযরত ইরাহিম (আঃ) হযরত আদম (আঃ) হযরত ঈসা (আঃ হযরত মুসা (আঃ) 195 / 500 195. হাশর অর্থ কী? দাঁড়িপাল্লা অনুরোধ করা রাস্তা মহাসমাবেশ 196 / 500 196. যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয়--- মুমিন মুত্তাকী মুসলিহিন মুসলিম 197 / 500 197. কোন যুদ্ধে বহু সংখ্যক কুরআনের হাফিজ সাহাবি শাহাদত বরন করেন ? সিফফিন তাবুক ইয়ামামার বদর 198 / 500 198. প্রধান ওহী লেখক হলেন--- হযরত আবু বকর (রা.) হযরত আলী (রা.) হযরত মুয়াবিয়া (রা.) হযরত যায়েদ ইবনে সাবিত (রা.) 199 / 500 199. হজের ফরজ কয়টি ? ৩ ৪ ৫ ৬ 200 / 500 200. কীসের দ্বারা সমাজে সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায় ? হিংসা প্রতারণা গিবত ফিতনা-ফাসাদ 201 / 500 201. কিয়ামত দিবসে আল্লাহ তায়লা সর্বপ্রথম হিসেব নিবেন - হজ্জ সালাত নাসাঈ সাওম 202 / 500 202. আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়? ইমান রিসালাত আকাইদ তাওহিদ 203 / 500 203. শরিয়তের উৎস কয়টি ? ২ ৩ ৪ ৫ 204 / 500 204. ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে ? সালাত সাওম যাকাত হজ 205 / 500 205. 'তাওরাত' কোন নবির ওপর নাজিল হয়? হযরত মুসা (আ.) হযরত দাউদ (আ.) হযরত ঈসা (আ.) হযরত ইব্রাহিম (আ.) 206 / 500 206. জানাজার নামায পড়া- ফরযে কিফায়া ওয়াজিব ফরযে আইন মুস্তাহাব 207 / 500 207. কারও অনুপস্থিতিতে দুর্নাম করাকে বলে— হিংসা খিয়ানত ফিতনা-ফাসাদ গিবত 208 / 500 208. লোকে বলে, খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে। এখানে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? কুফর তাওহিদ নিফাক শিরক 209 / 500 209. রাসুল (স.)-কে বিশ্বাস করা- মানবতার দাবি মুসলমানদের দাবি ইমানের দাবি মানুষের দাবি 210 / 500 210. মুসলিম বলা হয় তাকে, যিনি- আল্লাহকে মনেপ্রাণে বিশ্বাস করেন ইসলামি জ্ঞান অর্জন করেন আল্লাহকে মুখে স্বীকার করেন ইসলামের বিধিবিধান মেনে চলেন 211 / 500 211. শরিয়ত কী ? মানুষের উন্নতি ইসলামে বিধিবিধান মানুষের সুযোগ-সুবিধা বিজ্ঞানের নিয়মকানুন 212 / 500 212. “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম” পাঠ করালে তার জন্য কিসের পাল্লা ভারি হবে? নেকির রিযিকের রহমতের বরকতের 213 / 500 213. সুদের আরবি প্রতিশব্দ কী? হাসাদ রিশওয়াত রিবা ফিতনা 214 / 500 214. সম্পূর্ণরূপে পবিত্র হতে কী ব্যবহার করতে হয়? ঢিলা-কুলুখ পাথর টিস্যু পানি 215 / 500 215. কখন মূর্তি পূজারিরা মুহাম্মদ (স.)-এর বিরোধিতা শুরু করেছিল? কাবাঘরের মূর্তি ভাঙার পর প্রকাশ্যে দাওয়াত শুরু করার পর কাবাঘর অবরোধের পর খাদিজা (রা.)-কে বিয়ে করার পর 216 / 500 216. প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানানোর ফলে কোন ইমামকে জেলখানায় আবদ্ধ রাখা হয়? আবু হানিফা (র.) মালেক (র.) শাফেরী (র.) আহমদ ইবনে হাম্বল (র. 217 / 500 217. 'যাকাত' শব্দের আভিধানিক অর্থ কী? বিরত থাকা বৃদ্ধি পাওয়া বিনয় প্রকাশ করা উপলব্ধি করা 218 / 500 218. মানুষ একমাত্র আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে, এ বিষয়টি সে কিসের মাধ্যমে বুঝতে পারবে? ইলম (জ্ঞান) ইবাদত গবেষণা ফিকাহ 219 / 500 219. ‘রিসালাত’ শব্দের অর্থ কী? বিশ্বাস বার্তা ভিত্তি উপদেশ 220 / 500 220. কাকে ‘আসাদুল্লাহ' উপাধি প্রদান করা হয়? আবু বকর (রা.) উসমান (রা.) উমর (রা.) আলি (রা.) 221 / 500 221. কবরে বেশিরভাগ আযাব কী কারণে হবে? গোসল না করার কারণে প্রস্রাব থেকে উত্তমরূপে পবিত্র না হওয়ায় মানুষকে কষ্ট দেওয়ার ফলে ওযু অবস্থায় না থাকার অপরাধে 222 / 500 222. “এক মুসলমান অপর মুসলমানের ভাই” হাদিসটি দ্বারা বোঝায়— একতা সহমর্মিতা সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামি ভ্রাতৃত্ব 223 / 500 223. ওয়াদা ভঙ্গ করা কার নিদর্শন? কাফিরের মুশরিকের মুনাফিকের ফাসিকের 224 / 500 224. আল্লাহতায়ালার নিকট অত্যধিক মূল্য কোনটির ? আমানতদারি কর্তব্যপরায়ণতা সত্যবাদিতা তাকওয়া 225 / 500 225. যাকাত প্রদানের ফলে- দাতার অর্থ উপার্জন হবে অর্থনৈতিক ভিত মজবুত হবে ধনী আরও ধনী হবে কর্মসংস্থান কমে যাবে 226 / 500 226. সবার (صبرا) শব্দের অর্থ কী? ভীতি প্রদর্শন করে ধৈর্যধারণ করে সাম্য দেখায় লোভ করে 227 / 500 227. মহানবি (স.) বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন, কারণ— এতে বৃক্ষ বেশি হবে গাছ মানুষের বিলাসিতার উপাদান এটি অনেক নেকির কাজ গাছ মানুষের বন্ধু 228 / 500 228. কোন ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয় ? কৃপণ গরিব ধনী অভাবী 229 / 500 229. দুনিয়ার কোথাও কোনো মুসলমান কষ্ট পেলে নিচের কোনটির কারণে আমরা তাদের সাহায্য করব? মানবিক মূল্যবোধ সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামি ভ্রাতৃত্ব বিশ্ব ভ্রাতৃত্ব 230 / 500 230. মনিব কোনো কাজে নিয়োগের পূর্বে শ্রমিকের যে বিষয়টি খেয়াল করবেন- সামাজিক মর্যাদা বংশ পরিচয় শক্তি ও সামর্থ্য শিক্ষাগত যোগ্যতা 231 / 500 231. কিয়ামত বলতে কয়টি অবস্থাকে বোঝানো হয়েছে ? দুটি তিনটি পাঁচটি সাতটি 232 / 500 232. আসমানি কিতাবে অবশ্যই বিশ্বাস করতে হবে; কেননা তা- ইসলামের ভিত্তি সকল জ্ঞানের উৎস অমূল্য সম্পদ ইমানের মূল বিষয় 233 / 500 233. মহানবি (স.) কাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ও সৌহার্দ স্থাপন করেছেন ? মুহাজির ও আনসারদের মদিনাবাসী ও তায়েফবাসীদের আউস ও খাযরাজদের সাহাবি ও তাবেয়িদের 234 / 500 234. রমজানের রোযা কত হিজরীতে ফরয হয়েছে? ২ হিজরীতে। ৩ হিজরীতে। ৪ হিজরীতে। ৫ হিজরীতে। 235 / 500 235. হূদ নবীর জাতির নাম কী ছিল? আ'দ। সামূদ। 236 / 500 236. মহানবী (সা) এর উপনাম কি ছিল? আব্দুল্লাহ আবুল কাসেম হানযালা যাকারিয়া 237 / 500 237. কোন নবীর মাথাকে করাত দিয়ে চিরা হয়েছিল? যাকারিয়া (আ) ঈসা (আ) মুসা (আ) নূহ (আ) 238 / 500 238. আল্লাহর আরশের নিচে কোন জান্নাত অবস্থিত? দারুল মাকাম জান্নাতুল ফিরদাউস দারুল কারার জান্নাতুল মাওয়া 239 / 500 239. কোন সূরা পাঠ করলে ঘর হতে শয়তান পলায়ন করে? সুরা ফাতিহা সূরা নাস সূরা ফালাক সূরা বাক্বারাহ 240 / 500 240. ইসলাম কী? একটি ধর্মমাত্র একটি পথ একটি মতবাদ একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা 241 / 500 241. মানুষের সকল কাজ কিসের উপরে নির্ভরশীল বলে হাদীসে বর্ণিত হয়েছে? সামর্থ্যের উপর ইখলাসের উপর নিয়তের উপর 242 / 500 242. কিয়ামতের বড় দশটি আলামতের সর্বশেষ আলামত কোনটি? আগুন বের হওয়া বিচিত্র এক প্রাণী বের হওয়া পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা কা'বা ধ্বংস হওয়া 243 / 500 243. কুরআনের সবচেয়ে বড় ও সুন্দর ঘটনা কোন নবীর ঘটনা? মূসা আ. আদম আ. ঈসা আ. ইউসুফ আ. 244 / 500 244. যে ফেরেশতা মানুষের মৃত্যু ঘটায়, সেই ফেরেশতাকে কুরআন-সুন্নাহতে কী নামে উল্লেখ করা হয়েছে? মালাকুল মাওত মালিক ইসরাঈল আযরাঈল 245 / 500 245. বান্দা কখন তার রবের সবচেয়ে নিকটে থাকে? গোপনে দানরত অবস্থায় রুকুরত অবস্থায় সাজদারত অবস্থায় তাওয়াফরত অবস্থায় 246 / 500 246. কিয়ামতের দিন মীযানের পাল্লায় সবচেয়ে ভারি আমল কী হবে? সলাত সিয়াম উত্তম চরিত্র 247 / 500 247. ঈমান-এর বিপরীত পরিভাষা কোনটি? শিরক কুফর বিদ'আত কুসংস্কার 248 / 500 248. আল্লাহর কাছে ইবাদাত কবুলের আবশ্যিক পূর্বশর্ত কোনটি ? আল্লাহর প্রতি একনিষ্ঠতা রাসুলুল্লাহ সা. অনুসরন হালাল উপার্জন উপরের সবগুলো 249 / 500 249. আল্লাহ পাক আদম (আলাইহিস সালাম)-কে কীভাবে সৃষ্টি করেছেন? নিজ দু’হাত দ্বারা জ্বিন দ্বারা ফেরেশতাদের সাহায্যে সৃষ্টি করেছেন মানুষ দ্বারা 250 / 500 250. হযরত আদম (আলাইহিস সালাম) স্ত্রী হাওয়াকে কোন পদ্ধতিতে সৃষ্টি করা হয়েছিল? মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল। পানির থেকে সৃষ্টি করা হয়েছিল। আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছিল। 251 / 500 251. আল্লাহ পাক প্রথম মানুষ আদি পিতা আদম (আঃ)-কে কোন বিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেছিলেন? সকল বিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেছিলেন। শুধুমাত্র ধর্মীয় বিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেছিলেন। শুধুমাত্র জ্ঞান দান করেছিলেন। শুধুমাত্র যোগ্যতা দান করেছিলেন। 252 / 500 252. আল্লাহ পাক জিন-ফিরিশতাদেরকে আদম (আঃ)-কে সিজদা করার আদেশ দিয়েছিলেন কেন? মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আদম (আঃ)-কে বিশ্বের শাসক হিসেবে অভিষিক্ত করার জন্য। আদম (আঃ)-কে পরীক্ষা করার জন্য। জিন-ফিরিশতাদেরকে আদম (আঃ)-এর প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য। 253 / 500 253. জিন-ফিরিশতাদেরকে আদম (আঃ)-কে সিজদা করার আদেশ কে দেন?